গাইবান্ধায় এক প্রতিবন্ধী মহিলাকে মারপিটের অভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসাধীন।
গাইবান্ধা সদরের মহুরী পাড়ার প্রতিবন্ধী মিসকিনা বেগম নামে প্রতিবন্ধী মহিলাকে মারপিটের অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত নবীর হোসেনের পুত্র মেহেদী হাসানের নামে। মিসকিনা বেগম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিবন্ধী মিসকিনার ভাই কামাল খান বাদী হয়ে ১৪ জুন সদর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায় – দীর্ঘদিন যাবত মিসকিনা বেগমের পরিবারের সাথে মেহেদী হাসানের পরিবারের মধ্যে পারিবারিক কলোহ চলে আসছিল। এরই জের ধরে গত ১৪ জুন সকাল ১০ ঘটিকায় মেহেদী হাসান তার লোকজন নিয়ে মিসকিনার বসত বাড়িতে প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। এমতাবস্থায় মিসকিনার পরিবারের লোক গালিগালাজ করতে নিষেধ করে। তখন ক্ষিপ্ত হয়ে মেহেদী ও তার লোকজন মিসকিনাকে আক্রমণ করে মারপিট করে। এতে মিসকিনার শরীরে বিভিন্ন জায়গায় ছেলা ফুলা জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় মিসকিনাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সদর থানার এস আই সাইবুদ্দিন মুঠোফোনে বলেন- অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি।দুই পক্ষ চিকিৎসাধীন রয়েছে। বাসার সিমানা প্রাচীর নিয়ে ঝামেলা। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।