জানা গেছে, উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ-নাকাই গ্রামে ( নাকাই হাট-বাজার পরিস্কার পরিছন্নতাকারী) উপ-জাতী ( মেথর) শ্রী চিল্লা বাসফোরের ছেলে শ্রী বিজয় বাসফোরের স্ত্রী (২০) গত ৩ জুন সকাল অনুমান ১০ টার সময় প্রকৃতির ডাকে টয়লেটে যাওয়ার কথা বলে বাহিরে যাওয়ার পর আর বাসায় ফেরেনি। এ নিয়ে স্বামী বিজয় বাসফোর গত ৪ জুন গোবিন্দগঞ্জ থানায় ১৮০ নং হারানো জিডি করেন।
এর পর খোজাঁ খুজিঁ করার পরও কোন সন্ধান না পাওয়ায় মেয়ের পরিবার গোবিন্দগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে থানার এ এস আই জহিরুল ইসলাম অদ্য ৭ জুন মঙ্গলবার দুপুরে নাকাইহাট বন্দরের একটি ভাড়া বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় মেয়েটিকে অপহরন ও অবৈধ্য মেলা মেশার দায়ে হাটে বয়লার মোরগ ব্যবসায়ী একই ইউনিয়নের ডুমরগাছা গ্রামর আব্দুর রশিদের ছেলে বায়েজীদ(২২)কে আটক করেছে।
এ সময় কপোত-কপোতী জানান, তাদের মধ্যে ৫/৬ মাস যাবত মধুর সম্পর্ক চলে আসছে।