গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের এডিপি’র অর্থায়নে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের এডিপি’র অর্থায়নে (১৯ মে) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ নির্বাহী অফিসারের কার্যালয় থেকে উপজেলার ১৮০ জন কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন ও মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,উপজেলা প্রকৌশলী রেজাউল সরকার,কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, বরিশাল ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম,বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন জাহাঙ্গীর ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।