নাটোরের সিংড়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কায়েম আলী (৩৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপুলশন গ্রামের আবুবক্করের ছেলে এবং পিপুলশন বাজারের মুদি দোকানী।
জানা যায়, কৃষক কায়েম শনিবার দুপুরে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে দুপুর সোয়া ২ টায় গোসল করার জন্য পানির মোটর ছাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।