অভিযোগ সুত্রে জানা যে মোছা সালমা বেগম (৪০) স্বামী মো আব্দুল মতিন সাং কুুন্দের পাড়া ১১ নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ থানা গোবিন্দগন্জ জেলা গাইবান্ধা। বিবাদীগন মো আসাদুল শেখ (৩২) মো আমরুল গাছু ভিক্ষু (৪০)। প্রায় দুই মাস পুর্বে পরিচয় সুত্রে মোছা ছালমা বেগমের ছেলে মো শাকিব তাহার প্রয়োজনে মো আসাদুলের কাছে থেকে এক হাজার টাকা ২০% সুদে গ্রহন করে। সেই হিসাবে শাকিবের নিকট থেকে আসাদুল লাভ সহ চৌদ্দ শত টাকা পায়। গত ০৯/০৫/২০২২ তারিখ সকাল অনুমান দশ ঘটিকার সময় কুন্দের পাড়া জনৈক রেজাউলের দোকান থেকে শাকিব পাঁয়ে হেটে মসজিদে যাইতেছিল এমন অবস্থায় আসাদুল ও আমরুল গাছু ভিক্ষু তার পথ অবরোধ করে এবং শাকিবের কাছে তিন হাজার টাকা দাবি করে। শাকিব টাকা দিতে অস্বিকার করিলে আসাদুল ও ভিক্ষু তাকে এলো পাথারি মারপিট করে । পরবর্তীতে শাকিব কে কাধে করে তুলে নিয়ে যাওয়ার সময় শাকিব চিৎকার করিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরিশেষে শাকিবের মা মোছা ছালমা বেগম ঘটনাস্থলে এসে ছেলেকে গোবিন্দগন্জ হাসপাতালে ভর্তি করে থানায় এজাহার দায়ের করেন।