আজ ১১ ই মে ২০২২ইং রোজ বুধবার গাইবান্ধা সদর মালিবাড়ী ইউনিয়নের খিদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। খিদির বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটারের সংখ্যা পুরুষ ১৮৮ জন অপরদিকে মহিলা ভোটারের সংখ্যা ১৮৮ জন মোট নারী পুরুষ মিলে ভোটারের সংখ্যা ৩৭৬ জন। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদপ্রার্থী হিসাবে প্রতিদন্দিতা করতেছেন মোট ৬ জন। পুরুষ প্রার্থী হচ্ছে ৩ জন অপর দিকে মহিলা প্রার্থী হচ্ছে ৩ জন। পুরুষ প্রার্থীগন হচ্ছে শাহ্ মো মোস্তাফিজুর রহমান (৪০) তালা মার্কা , মো ফারুক মিয়া (৩৫) ফুটবল মার্কা , মো মাহবুর মিয়া (৩২) চেয়ার মার্কা। অপর দিকে মহিলা প্রার্থীগন হচ্ছে মোছা আমেনা বেগম (৩৫) মোরগ মার্কা , মোছা লাভলী বেগম (৩৭)বৈদুতিক পাখা মার্কা , মোছা ছালমা আক্তার (৩০) আপেল মার্কা। ভোটার গনের বক্তব্য এই যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ও ভোট গ্রহন সুষ্ঠ ও সুন্দর ভাবে চলছে এভাবে চলতে থাকলে নির্বাচনটি সুষ্ঠ ও সুন্দর ভাবে শেষ করা সম্ভব হবে। উল্লেখ এই যে ম্যানেজিং কমিটির নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে সকাল ৯ টা থেকে যা শেষ হয়েছে দুপুর ২ ঘটিকার সময়।