গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাদুল্যাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মরহুম রফিকুল ইসলাম স্মরনে ও ধাপেরহাট সৃজনশীল সমাজ সংগঠনের আয়োজনে ঈদ পূনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঈদের রাতে ধাপেরহাট শহীদ মিনার চত্বের অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হৃদয়জুড়ানো বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল্লাহেল কবির ফারুক।
সৃজনশীল সমাজ সংগঠনের আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দীন মন্ডল হিরু,হিঙ্গেরপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ধাপেরহাট প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পলাশবাড়ী উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,সুজন মাষ্টার,রোমান,ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ি ও গন্যমান্য বক্তিবর্গ ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত ধাপেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাবলু মাষ্টার, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধাপেরহাট এলাকার তরুন সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিউল ইসলাম।