ছিনতাই কারিরা হলো সাঘাটার জুমারবাড়ি ইউনিয়নের চানপাড়া গ্রামের আমিরুলের ছেলে টিটু মিয়া(২০) ও মামুদপুর গ্রামের শাজাহান মন্ডলের ছেলে সবুজ মিয়া (২৭) বলে জানা গেছে।সাঘাটা থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, আটককৃতরা পেশাদার অটোছিনতাইকারি।তাদেরকে জিজ্ঞাসাবাদে আরো একটি অটো উদ্ধার করা হয়েছে।তিনি আরো জানান, যাত্রী বেশে তারা ছিনতাই করে বলে স্বীকারোক্তি দিয়েছে। সাঘাটা থানার তদন্ত ওসি রজব আলী, এস আই জোবায়দুর রহমান,এস আই রবিউল অটো উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে।