পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে অটোযাত্রী প্রধান শিক্ষিকার মৃত্যু।
গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া সুলতানা (৫৪) মৃত্যু হয়েছে।
জানা যায়, ২১ মার্চ সোমবার বিকেল ৪টায় উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া সরকারি প্রাথমিক ছুটি দিয়ে অটোযোগে বাড়ী ফেরার পথে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে একটি বাস অটোরিক্সাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় অটোর যাত্রী প্রধান শিক্ষিকা সুরাইয়া মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে উপজেলার শিক্ষক সমাজসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।