প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যেও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারাদেশে ১ কোটি উপকারভোগীদের মাধ্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।
ইতিমধ্যে উপজেলা যাচাই-বাছাই কমিটির উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন, গাইবান্ধা কর্তৃক প্রেরিত ক্যালেন্ডার অনুযায়ী ৪টি পৌরসভাসহ ৭টি উপজেলায় ৩২ জন ডিলারের মাধ্যমে ২ লাখ ৮ হাজার ৯শ ৫০ জন উপকারভোগীর মাঝে রোববার নির্ধারিত স্থানে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জেলা প্রশাসক মো: অলিউর রহমান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ প্রেস ব্রিফিং কালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইস মো: ইলিয়াস, এনডিসি এমএ ফয়েজ আহম্মেদ, সহকারি কমিশনার মো: জুয়েল মিয়া, সাংবাদিক আবেদুর রহমান স্বপন সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।