গাইবান্ধার সাঘাটায় দিবাগত রাতে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীএবং বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেফতার ও ১ টি চোরাই গরু উদ্ধার করেছে সাঘাটা থানা পুলিশ। গাইবান্ধা পিপিএম পদক প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশনায় গাইবান্ধা জেলার সাঘাটা থানাকে মাদক, জুয়া- চুরি, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধমুক্ত রাখার লক্ষে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার( বিসার্কেল) লাইচ ইলিয়াচ জিকু এর সার্বিক তদারকিতে ও সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান ও বোনার পাড়া ফারি ইনচার্জে’ রাকিবুল ইসলামের নেতৃত্বে এসআই রবিউল ইসলাম, এসআই আশাদুল ইসলাম, এসআই এসএম মোতাহার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ সাঘাটা থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১জন মাদক ব্যবসায়ী, ১ টি চোরাই যাওয়া গরু উদ্ধার ও ২জন আসামি, এছাড়াও সাঘাটা ইউনিয়ন এর ছাটযুগীপাড়া পাড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফুল আকন্দ (২৪) ও পদুমসহর এলাকার ১১ টি মাদক মামলার পলাতক আসামি আব্দুর রহিম এবং পারিবারিক মোকদ্দমার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ডিমলা পদুম সহর গ্রামের আব্দুল আউয়াল এর ছেলে হারুনুর রশিদ(২৮) কে গ্রেফতার করা হয়েছে। পরে, উপরে উল্লিখিত আসামীদের গাইবান্ধা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।।