গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ঢাকা রংপুর মহাসড়কে দূরপাল্লার পরিবহন গুলোকে অস্থায়ী চেক পোস্টে চেকিংকালে ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, জেলা কে মাদক মুক্ত করার লক্ষে গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এসআই মামুন এর নেতৃত্বে এসআই মিজান, এএসআই রাম চন্দ্র প্রামানিক,এএসআই আলমগীর সঙ্গীত ফোর্স ঢাকা রংপুর মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে আজ ১২ ফেব্রুয়ারী শনিবার ২ টা ১০ মিনিটের সময় রংপুর -রাজশাহী গামী যাত্রীবাহী বাস পথের সাথী পরিবহন থামিয়ে চেকিং করাকালে মাদক ব্যবসায়ি ১।শাহিন মিয়া (৩০) ও ২। আরিফুল ইসলাম দ্বয়ের হেফাজত হইতে ০১ কেজি গাঁজা উদ্ধার করে। এঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-১৩,ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১৯(ক)/৪১ রুজু করা হয়।
গ্রেফতারকৃত ১।শাহিন মিয়া (৩০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিলেরপাড় গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে , এবং ২। আরিফুল ইসলাম পীরগঞ্জ উপজেলার রাঙ্গামাটি গ্রামের লাল মিয়া ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, পলাশবাড়ীকে মাদক মুক্ত করতে সকল অভিযান ধারাবাহিক ভাবে পরিচালনা করবে থানা পুলিশ।