গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ১৫০ পিচ ইয়াবাসহ মো: মুরাদ হোসেন শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি টিম গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন পাটগাতি চৌরঙ্গী টোল প্লাজা থেকে মুরাদ শেখ (২১) নামের এক যুবককে আটক করে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো: মুরাদ শেখ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার মচন্দপুর গ্রামের মৃত আব্দুর রব শেখের ছেলে।