বাংলাদেশ তাঁতীলীগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান হিরু কে হত্যার উদ্দেশ্যে হামলা করে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ জানুয়ারী সোমবার পলাশবাড়ী উপজেলা ও পৌর তাঁতীলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা বাসস্ট্যান্ডে অস্থায়ী কার্যালয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তাঁতীলীগের গাইবান্ধা জেলা শাখার সাবেক নেতা ও পলাশবাড়ী উপজেলার যুবলীগ নেতা শরিফুজ্জামান পল্বব, উপজেলা তাঁতীলীগের সভাপতি আকতারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব,সহ সভাপতি তারা মিয়া,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার কবির মজনু, পৌর তাঁতীলীগের আহবায়ক শাফি সরকার সহ অন্যান্যরা।
বক্তারা, পৌর তাঁতীলীগের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান হিরু’র উপর হামলাকাীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য,গতকাল ২ জানুয়ারী রবিবার মোস্তাফিজুর রহমান হিরু নিজ বাড়ী হতে পলাশবাড়ী পৌর শহরে আসার পথে পৌর শহরের বেলেরঘাট রোডে আতর্কিত ভাবে হামলা করে গুরুতর আহত করে কয়েকজন যুবক। এসময় তারা লাঠি ও লোহার পাইপ দিয়ে দুই পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি মারডাং করে হামলাকারী চলে যায়। বর্তমানে মোস্তাফিজুর রহমান হিরু পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন আহত মোস্তাফিজুর রহমান হিরু’র পরিবার।