১৮ই ডিসেম্বর ২০২১ ইং আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে আলোচনার এক পর্যায়ে সোদি প্রবাসী মোছাঃ মোরেফা বেগম সৌদি আরবে থাকাকালে তিনি তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন তিনি খুবেই ভালো ছিলেন এবং তিনি তার আরও দুই বোনকে নিয়ে গেছেন। তার পরিবার এখন স্বয়ংসম্পূর্ণ। গ্রামের বাড়িতে দুটি পাকা ঘর করেছেন এবং জমিও ক্রয় করেছেন অথচ যাওয়ার পূর্বে অন্যের বাসায় কাজ করেছেন। সম্পুর্ন বিনা খরচে সৌদি আরব যেতে পারায় বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন। দুবাই প্রবাসী জনাব রাকিব হোসেনও তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন দক্ষ হয়ে বিদেশ গেলে অনেক বেতন পাওয়া যায় সেই সাথে সম্মানও পাওয়া যায়। তিনি বলেন ড্রাইভার হিসাবে চাকুরী করে প্রতি মাসে সত্তুর হাজার টাকা বেতন পেতাম। পরে উক্ত দই প্রবাসীর হাতে সম্মামনা স্বারক তুলে দেন মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মহোদয় জনাব সাদেকুর রহমান ও মোঃ নেশারুল হক, সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, গাইবান্ধা। এসময় উপস্থিত ছিলেন সভাপতি গাইবান্ধা প্রেসক্লাব মহোদয় সহ অন্যান্যরা।