আগামী ২৬ ডিসেম্বর আসন্ন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে সামনে আজ ১৭ ডিসেম্বর শুক্রবার রাত ৭ টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আশরাফুল ইসলাম সরকারের আনারস মার্কার ডাকে বালুয়া বাজারে এক বিশাল মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে তালতলা হাইস্কুল মাঠে এসে নির্বাচনী জনসভায় মিলিত হয়।
আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনে জনসভায় স্বাগত বক্তব্য রাখেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আশরাফুল ইসলাম সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিদের মধ্যে রিফাউল আহম্মেদ মানিক, আব্দুল মতিন, রাসেদুজ্জামান সরকার, আলহাজ্ব আব্দুল জোব্বার সরকার, আসাদুর রহমান, আবু বক্কর ছিদ্দিক, রবিউল ইসলাম, এস এম সিহাব প্রধান, তালুককানুপুর কৃষক লীগের আহবায়ক রুহুল আমিন খোরশেদ, সূজন সরকার, আল হেলাল নুরু, আলহাজ্ব আব্দুল মান্নান মন্ডল, জামাল মিয়া, তালুককানুপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আঙ্গুর প্রধান।
সভায় বক্তারা বলেন, আগামী ২৬ ডিসেম্বর তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম মাষ্টারের জৈষ্ঠ পুত্র মোস্তফা আশরাফুল ইসলামকে আনারস মার্কায় ভোট দিয়ে ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে দলবল নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণকে আহবান জানান।