গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আজ গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আজ সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: সৈয়দ সামছউল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগাঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর সহ জেলা ও উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ।