স্বামী মানিক গোপনে ২য় বিবাহ করায় ১ম স্ত্রী বিথির বিষপান।
গাইবান্ধা শহরের ফকির পাড়ার বাসিন্দা বিথি বেগম
দীর্ঘ ২০ বছর ধরে ২ সন্তান ও স্বামী মানিক কে নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করে আসছেন।
১ম স্ত্রী বিথি বেগমের অভিযোগ আমার স্বামী মানিক কে ব্লাক মেইল করে এক মহিলা গোপনে বাসা ভাড়া নিয়ে খানকাহ শরিফে থাকতো, আমি জানতে পারলে সেই মহিলা বাসা থেকে পালিয়ে যায়।
স্বামী মানিক ও ২য় স্ত্রীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় অভিযোগ করেন অসহায় ২ সন্তানের মা বিথি বেগম।
আজ সন্ধায় বিথি বিষপান পান করলে স্থানীয়রা বিথি কে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তী করান।