আলোচিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ফ্রান্সে খালেদ আয়েধ আলওতাইবি নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্যারিসের ‘শার্ল দ্য গল’ বিমান বন্দরে তাকে গ্রেফতার করে পুলিশ।
সংবাদমাধ্যম রয়টার্স জানায়, খালেদ আয়েধ আলওতাইবি নামের ওই ব্যক্তি খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ রয়েছে। সৌদির একজন সাবেক রাজকীয় প্রহরী তিনি।
এতে বলা হয়েছে, ওই হত্যাকাণ্ডের ঘটনায় তুরস্কের দাবি করা সন্দেহভাজন ২৬ আসামির মধ্যে আলওতাইবিও একজন। গ্রেফতারের এ ঘটনাকে স্বাগত জানিয়েছেন খাশোগির বাগদত্তা হেতিস সেনগিজ।