পলাশবাড়ীর ৬ ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা-২
লাঙ্গল-২ ও ২ স্বতন্ত্র প্রার্থী বে-সরকারি ভাবে নির্বাচিত
নানা জল্পনা-কল্পনা-সংশয় ছাড়াও ব্যাপক প্রচার-প্রচারণা শেষে সারাদেশে তৃতীয় ধাপে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২ প্রার্থী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ২ এবং ঘোড়া ও মোটরসাইকেল প্রতীক নিয়ে ২ স্বতন্ত্র প্রার্থী বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা বিরতিহীন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন উপজেলা পরিষদ টাউনহলে স্ব-স্ব রিটার্নিং অফিসারের তত্ত্ববধানে রাত ১১টা নাগাদ গণনা শেষে চেয়ারম্যান পদে মোট ৪২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ-২, জাতীয় পার্টি-২ ও স্বতন্ত্র (বিএনপি)-২ প্রার্থী বিজয়ী হয়েছেন। হোসেনপুর ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান লাঙ্গল প্রতীকে মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু (জাপা) ৩৯৩২ ভোট পেয়ে বিজয়ী এবং আ’লীগের নৌকা প্রতীকে ৩৭২৩ ভোট পেয়ে নিকটতম হয়েছেন এ.কে.এম আহমেদুল কবীর রাঙ্গা। মহদীপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল ৬০৬৪ ভোট পেয়ে বিজয়ী। ৪৫৬৩ ভোট পেয়ে আনারস প্রতীকে নিকটতম হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. ইমরুল কবির চৌধুরী চপল। বেতকাপা ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান লাঙ্গল প্রতীকে মো. মোস্তাফিজুর রহমান মোস্তা (জাপা) ৫৩০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৫০৯৭ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীকে নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান সৈকত (বিএনপি)। পবনাপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. মাহাবুবুর রহমান মন্ডল (বিএনপি) ৩৪৬১ ভোট পেয়ে বিজয়ী এবং অটোরিক্সা প্রতীকে ২৭১১ ভোট পেয়ে নিকটতম হয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মো. শাহীন খন্দকার। মনোহরপুর ইউনিয়নে আ’লীগের নৌকা প্রতীকে মো. আব্দুল ওহাব প্রধান রিপন বিজয়ী হয়েছেন ৬০৬২ ভোট পেয়ে। লাঙ্গল প্রতীকে ৩৯৪৬ ভোট পেয়ে নিকটতম মো. আব্দুল মাজেদ মিয়া (জাপা)। হরিনাথপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. কবির হোসাইন জাহাঙ্গীর (বিএনপি) ৩৬৬১ ভোট পেয়ে বিজীয় এবং স্বতন্ত্র প্রার্থী মো. মেজবাউর রহমান চশমা প্রতীকে ২৯৪৩ ভোট পেয়ে হয়েছেন নিকটতম।
অপরদিকে; অত্র ৬ ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্য পদে ঘোষিত বিজয়ী প্রার্থীদের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।