গাইবান্ধায় কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
গাইবান্ধায় ‘কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এফএনবি এই কর্মশালার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান, পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মাহফুজার রহমান, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, জেলা এফএনবির সাধারণ সম্পাদক মো. মুর্শীদুর রহমান খান, এসকেএস প্রতিনিধি আশরাফ আলী, ফ্রেন্ডশীপ প্রতিনিধি আব্দুস সালাম, মানবকল্যাণ সংস্থা প্রতিনিধি রাহেল ইসলাম, ব্র্যাক প্রতিনিধি মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও জেলা এফএনবি’র ২৭টি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।