বাগেরহাটের ফকিরহাটে আরিফা আক্তার (১৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আরিফা ফকিরহাটে মায়ের ভাড়া বাড়িতে ছিলেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে স্বামী মো. হেলাল (২৫) তাঁকে কুপিয়ে হত্যা করার পর পালিয়ে যান। পারিবারিক কলহের জেরে ওই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত আরিফা আক্তার ফকিরহাট উপজেলার ধনপোতা এলাকার মো. আরিফ আলী শেখের মেয়ে। অভিযুক্ত মো. হেলাল খুলনার দিঘোলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা।
রাতে হঠাৎ ওই বাসায় ঢুকে স্বামী হেলাল আরিফাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। তিনি আরও বলেন, ‘খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। অভিযুক্ত হেলালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’