উৎসব মুখরভাবে পরিবেশে পলাশবাড়ীতে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূঁজা ওসি মাসুদ রানা
সর্বস্তরের মানুষের সহযোগীতায় কঠোর নিরাপত্তা বলায়ে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূঁজা। আজ মঙ্গলবার দুপুরে শারদীয় দূর্গাপূঁজা ২০২১ উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাডীতে থানা পুলিশের আয়োজনে থানার হলরুমে এই মতবিনিময় সভায় বক্তব্যে থানা অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানা উপরোক্ত কথা বলেন।
এ মতবিনিময় সভায় উপস্থিত পূঁজামন্ডব গুলোর সভাপতি সাধারণ সম্পাদকগণের নিজ নিজ মন্ডব এলাকার সার্বিক বিষয় তুলে ধরেন। এসময় ওসি মাসুদ রানা আরো বলেন, উপজেলার ৬৬ টি পূঁজা মন্ডবের সার্বিক নিরাপত্তা বজায়ে থানা পুলিশের পাশাপাশি সকলকে সহযোগীতা করতে হবে। এজন্য সকলকে স্ব স্ব অবস্থান হতে এগিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, পূজামন্ডব সমূহের সভাপতি সাধারণ সম্পাদকগণ। সমস্ত অনুষ্ঠিনটি সঞ্চালন করেন উপ- পরিদর্শক নুরে আলম সিদ্দিক।