কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ১২ যুবককে যন্ত্র-উপকরণ দিল এসকেএস ফাউণ্ডেশন
সম্প্রতি ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং-এ প্রশিক্ষণপ্রাপ্ত ১২ প্রান্তিক যুবককে যন্ত্র-সরঞ্জাম দিয়েছে এসকেএস ফাউণ্ডেশন। ভিএসও ইন বাংলাদেশ এর অর্থায়নে বাস্তবায়িত এসকেএস ফাউণ্ডেশনের ইয়ুথ ইমপ্লয়েবিলিটি প্রকল্প হতে তাদেরকে একটি করে ড্রিল মেশিন, প্লাস, নোস প্লাস, কাটিং প্লাস, স্কু-ড্রাইভার, হাতুরি, মেজারমেন্ট টেপ, টেস্টার ও হেলমেট দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর, ২০২১)এসকেএস ফাউণ্ডেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং টুলস বিতরণ অনুষ্ঠানে গাইবান্ধা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম সিকদার প্রধান অতিথি এবং গোবিন্দগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. খাদেমুল ইসলাম বিশিষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত যুবককের হাতে যন্ত্র-উপকরণ তুলে দেন। এ সরঞ্জাম বিতরনের সময় গোবিন্দগঞ্জ উপজেলার স্থানীয় যুব ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবকদের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে তাদের হাতে যন্ত্র-উপকরণ তুলে দিয়ে আসছে এসকেএস ফাউণ্ডেশন। প্রকল্প হতে এই পর্যন্ত ২৫০ জন প্রান্তিক যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যন্ত্র-সহায়তা দেয়া হয়েছে।