পলাশবাড়ীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২১ ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসেনর আয়োজনে ৮ সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জননেতা আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমোঃ আলতাব হোসেন, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা প্রমূখ।