পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ এবং আগুনে ভস্মীভূত।
দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) সকালে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়নের নেতৃত্বে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ প্রদীপ সরকারসহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহযোগিতায় উপজেলার পবনাপুর ইউনিয়নের নলেয়া নদী এবং পার্শ্ববর্তী খালে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত (আইন ২০০৯/১২ (২) ধারায়) প্রায় ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। এসময় কারেন্ট জাল মালিকের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে দুপুরে ওই ইউনিয়নের ফরিদপুর ঈদগাহ মাঠ চত্ত্বরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল সমূহ আগুন জ্বালিয়ে ভস্মিভূত করা হয়।