গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পেয়ারাপুর গ্রাম থেকে দুইবন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকালে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পেয়ারাপুর গ্রামের ঘাটালের ভিটা নামক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, সদরের বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের মৃত রামনাল চন্দ্রের ছেলে মৃণাল চন্দ্র দাস(২৪) ও একই ইউনিয়নের পাঠানডাঙ্গা মাঝি পাড়া গ্রামের মিঠা সাধু দাসের ছেলে সুমন চন্দ্র দাস(২৩)। তারা সম্পর্কে দুই বন্ধু এলাকায় মাছের ব্যবসা করত।
এলাকাবাসী সকালে জমিতে কাজ করতে যাওয়ারসময় তাদেরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
তবে এটি হত্যা না আত্মহত্যার তা প্রাথমিকভাবে কেউ নিশ্চিত করতে পারে নি। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।