যুবলীগ নেতা লিখন হত্যাকাণ্ডের বিচারের দাবীতে বন্ধুদের সংবাদ সম্মেলন
লিখনের বন্ধুমহল কর্তৃক আয়োজিত ৮ অক্টোবর গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হাসান লিখন হত্যাকাণ্ডের প্রতিবাদে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সে সাথে লিখন হত্যার সুনির্দিষ্ট বিচারের দাবীতে বিভিন্ন কর্মসূচি গ্রহনের উদ্দোগ গ্রহন করেছে লিমনের বন্ধুমহল
সংবাদ সম্মেলনে লিখনের বন্ধু শাহ আহসান হাবীব রাজিব লিখিত বক্তব্য পাঠ করে বলেন- লিখন বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিগুলোতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু দুঃখজনক যে চলতি সালের গত ৪ আগস্ট দরদাম সংক্রান্ত দুটি বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত আম ব্যবসায়ী গং মঞ্জুরুল হাসান লিখন এর ওপর অতর্কিত হামলা করে নির্মমভাবে হত্যা করে। এ ব্যাপারে লিখনের স্ত্রী বাদী হয়ে গ্রেফতার করে সকল আসামীকে অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি করে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
তারা আরো বলেন, গাইবান্ধা জেলায় পরপর ৪ টি হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় লিখন সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার। প্রত্যেকটি হত্যাকান্ডে মাদক এবং সুদের কারবারিরা সরাসরি জড়িত। এদেরকে যারা পৃষ্ঠপোষকতা করেন ও এদের কাছ থেকে যারা অনৈতিক সুবিধা গ্রহন করেন তাদেরকে চিহ্নিত করে সমাজে মুখোশ উন্মোচন করে নির্মুল করার দাবী তুলেন।
শুধুমাত্র লিখন হত্যার বিচার করে থেমে না গিয়ে দলমত নির্বিশেষে গাইবান্ধার সকল ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক সংগঠনের দায়িত্বশীল নের্তৃবৃন্দকে পাশে এসে দাড়ানোর আহবান জানান।
উল্লেখ্য, লিখন হত্যার বিচারের দাবীতে পনেরোদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে লিখনের বন্ধুমহল। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১২ আগষ্ট বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপার ববারর স্মারকলিপি প্রদান এবং আগামী ২৩ আগষ্ট সোমবার মঞ্জুরুল হাসান লিখন এর স্মরনে ” স্মরন সভা”। লিখন হত্যার বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে। বিচারিক প্রক্রিয়া বিলম্বিত হলে গাইবান্ধাবাসীকে সাথে নিয়ে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি গ্রহন করবে তারা।
এ সময় বক্তব্য রাখেন- লিখনের বন্ধুমহলের মধ্যে আলহাজ্ব খান মোঃ সাঈদ হোসেন জসিম, ওয়াজেদ হাসান শাওন, খাদেমুল ইসলাম খুদি, সুজন প্রসাদ সহ অনেকে।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- আরটিভির প্রতিনিধি ফেরদৌস জুয়েল,ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আরিফুল, ৭১ টিভির প্রতিনিধি শামীম আল সাম্য।