গাইবান্ধায় র্যাবের অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২
গাইবান্ধায় র্যাবের বিশেষ অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি মিনি পিকআপ গাড়ি তল্লাশি করে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় ২ জন মাদক ব্যবসায়ী এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মাদক ব্যবসায়ী শরিয়তপুর জেলার গোইসারহাট উপজেলার নতুন বাজার গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে অন্তর হোসেন (২২) এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মিজানুর রহমান শান্ত (৩০)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, আটককৃতরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ফেন্সিডিল সরবরাহ করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান থাকবে।